আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির যে অভিযোগ ডোনাল্ড ট্রাম্প তুলেছেন, তা ভিত্তিহীন বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী কর্মকর্তারা। সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই সবচেয়ে ‘অবাধ’ নির্বাচন হয়েছে। এদিকে ‘নীরবতা’ ভেঙে শেষমেশ নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বৃহস্পতিবার আরিজোনার ১১টি ইলেকটোরাল ভোট জিতে নিয়েছেন। এ নিয়ে ২৯০টি ইলেকটোরাল ভোট পেলেন তিনি।
নির্বাচনের দিন থেকেই কারচুপির অভিযোগ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবারও এক টুইট বার্তায় তিনি দাবি করেন, বিভিন্ন অঙ্গরাজ্যে তাঁর ২৭ লাখ ভোট ‘মুছে ফেলা হয়েছে’; যদিও ২১৭টি ইলেকটোরাল ভোট পাওয়া ট্রাম্প এখন পর্যন্ত বাইডেনের চেয়ে অন্তত ৫০ লাখ ভোটে পিছিয়ে রয়েছেন।
ট্রাম্পের এই টুইট বার্তার কয়েক ঘণ্টা পরই একটি বিবৃতি দেন মার্কিন নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা। সেখানে তাঁরা বলেন, ভোট মুছে ফেলা, পরিবর্তন করা কিংবা হারিয়ে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা জানি যে ভিত্তিহীন নানা অভিযোগ তোলা হচ্ছে এবং অপপ্রচার চলছে।
আমরা আপনাদের নিশ্চিত করছি যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ আত্মবিশ্বাস রয়েছে। আপনাদেরও এই আত্মবিশ্বাস থাকা উচিত।’
বিবৃতিতে বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষর করেছেন ইউএস ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের চেয়ারম্যানও।
বেশির ভাগ রিপাবলিকান সিনেটর এখনো বাইডেনের জয় মেনে নেননি। এসব সিনেটরের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতা চাক শামার। সিনেটের বিরোধীদলীয় এই নেতা বলেন, করোনা মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে অনেক রিপাবলিকান ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করছেন এবং বাস্তবতাকে অস্বীকার করছেন।
অবশেষে আরিজোনা অঙ্গরাজ্যের ১১টি ইলেকটোরাল ভোট বাইডেনের খাতায় যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এনবিসি, সিবিএস, এবিসি ও সিএনএন জানিয়েছে, আরিজোনায় ট্রাম্পের চেয়ে ১১ হাজার ভোট বেশি পেয়েছেন বাইডেন। প্রায় দুই যুগ পর আরিজোনায় ডেমোক্র্যাট প্রার্থী জয় পেলেন। সর্বশেষ ১৯৯৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন সেখানে বিজয়ী হন। নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার নির্বাচনী ফল গতকাল পর্যন্ত ঘোষণা করা হয়নি।
এদিকে বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর তাঁকে অভিনন্দন জানিয়েছে চীন। অভিনন্দন জানিয়েছে দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও।