এ,কে, আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা ভাইরাসের ভয়াবহতার ফলে দেশের মানুষ মানবেতর জীবন যাপন করছে, মানসিক ভাবে চাপে থাকতে হচ্ছে প্রতিনিয়ত, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা। আয়ারল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।করোনা মোকাবিলায় লকডাউনকালীন ও লকডাউন পরবর্তী করণীয় নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন টিভি চ্যানেল “টিভি-৩ বাংলা টেলিভিশন ” এ গত মঙ্গলবার রাত ১০-৩০ মি. ডাঃ মনজুর শওকতের উপস্থাপনায় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও পরামর্শমূলক লাইভ অনলাইন অনুষ্ঠানে অতিথি ছিলেন আয়ারল্যান্ড বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, ডাবলিনের জেমস কনোলী হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মোসাব্বির হোসাইন রুবেল।
আলোচনায় করোনা সিনটম, মাক্স ব্যাবহার, প্লাজমা থেরাপী, করোনা টেস্টিং, হাইড্রোক্লোরোকুইন, লকডাউন, করোনা কালীন আমাদের করনীয় সম্পর্কে বিস্তারিত নির্দশনা দেয়া হয়।
আলোচনার মাঝে মাঝে ডাঃ মুসাব্বির হোসাইন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। , https://www.facebook.com/watch/live/?v=182323936523294&ref=watch_permalink লিংকটিতে পুরো আলোচনার ভিডিও দেয়া আছে।
করোনা ভাইরাস তার মতো খেলছে আর আমাদেরও করোনার সাথে আমাদের মত খেলতে হবে বলে এই দুই মেডিসিন বিশেষজ্ঞ মনে করেন। অনুষ্ঠানটি নিঃসন্দেহে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।