ডিএমপিতে এডিসি-এসি পদমর্যাদার ৬ কর্মকর্তার বদলি

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলীকৃত কর্মকর্তারা হলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈকত শাহীনকে প্রটেকশন বিভাগ, কমিউনিটি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলনকে পিওএম উত্তর বিভাগ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাহ্বুবুর রহমানকে এস্টেট বিভাগ এবং ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শামীম কুদ্দুছ ভূইয়াকে এ্যাডমিন বিভাগে বদলী করা হয়েছে। একই আদেশে সহকারী পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহানকে সচিবালয় নিরাপত্তা বিভাগ ও অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ মারুফ-উল হাসানকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

SHARE THIS ARTICLE