ঢাকায় নবনিযুক্ত আয়ারল্যান্ডের অনারারী কন্সুলার জনাব মাসুদ জামিল খানের সাথে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর প্রতিনিধি দলের সাথে আনুষ্ঠানিক সভা

সংবাদ বিজ্ঞপ্তি:গতকাল ২৩শে ফেব্রুয়ারী, ২০২৪, শুক্রবার; ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক জোনে, ঢাকায় নবনিযুক্ত আয়ারল্যান্ডের অনারারী কন্সুলার জনাব মাসুদ জামিল খানের সাথে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) এর প্রতিনিধি দলের সাথে আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়।
আবাই প্রতিনিধি দলে ছিলেন আবাই এর সভাপতি ডা: জিন্নুরাইন জায়গীরদার, সাংগঠনিক সচিব জনাব ইনজামামুল হক জুয়েল, সদস্য জনাব বেলায়েত হোসেন এবং জনাব মতিন বেপারি।
আলোচনার শুরুতে, আবাই সভাপতি জনাব মাসুদ জামিল খানকে এই নিযুক্তির জন্য অভিনন্দন জানান এবং আয়ারল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশীদের পক্ষ থেকে আয়ারল্যান্ডে আসার নিমন্ত্রন জানান।
আবাই এর পক্ষ থেকে আবাই এর কোট পিন পরানো হয় এবং আবাই এর ক্রেস্ট উপহার প্রদান করেন ডা: জিন্নুরাইন জায়গীরদার।
কসমস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কন্সুলার মাসুদ জামিল খান প্রতিনিধি পরিষদকে আগামী ১৮ই মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য কন্সুলার কার্য্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রন জানান। তিনি উল্লেখ করেন যে আয়ারল্যান্ড থেকে মন্ত্রী জনাব সায়মন হ্যারিস উক্ত অনুষ্ঠানে যোগদান করছেন।
এরপর দ্বীপাক্ষিক আলোচনায় নবনিযুক্ত কন্সুলার সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি জানান যে তার কার্য্যক্রম শুরু করার জন্য কিছুটা সময় লাগতে পারে, তবে উদ্বোধনের পর থেকে কার্য্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি অবগত করেন।
আবাই এর প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্যরা দ্বীপাক্ষিক বিষয় নিয়ে অনারারী কনসুলারের সাথে দীর্ঘ আলোচনায় ব্যাবসা, বানিজ্য, স্বাস্থ, শিক্ষা এবং ভিসা সমস্যা নিরসনের ব্যাপারে আলোচনা হয়েছে।
সৌহার্দপূর্ণ পরিবেশে আলোনায় উভয়েই সহযোগিতার মাদগ্যমে সকল সমস্যা নিরসনের ব্যাপারে ঐক্যমত্য হয়। জনাব মাসুদ জামিল শীঘ্রই আয়ারল্যান্ড ভ্রমনের আগ্রহ প্রকাশ করেন।

কার্যকারী কমিটির পক্ষে,
আনোয়ারুল হক আনোয়ার
সাধারণ সম্পাদক
অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড।

SHARE THIS ARTICLE