আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের বিরোধী পক্ষে দাবি করেছে যে দেশটির সরকার এক কোটি ‘অনিয়মিত’ অভিবাসীকে আশ্রয় দিয়েছে৷ ২৮ মে নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের আগে বেশ জাতীয়তাবাদী হয়ে উঠছে কিরিচদারোলু শিবির ৷
তুর্কি নির্বাচনে ছয় দলীয় বিরোধী জোটের প্রার্থী কেমাল কিরিচদারোলু৷ গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে এরদোয়ানের পর দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি৷ নির্বাচনপূর্ব কিছু জরিপ যদিও বলেছিল যে তিনি প্রথম হতে পারেন৷ কিন্তু বাস্তবে তা ঘটেনি৷
কিরিচদারোলু শরণার্থীদের নিয়ে এমন এক সময় এই মন্তব্য করলেন যখন তার দল অভিযোগ করেছে যে রোববারের নির্বাচনে হাজার হাজার ব্যালট বাক্সকেন্দ্রিক অনিয়ম ঘটেছে৷
এরদোয়ানের ক্ষমতাসীন ইসলামপন্থি একে পার্টি এবং এটির জাতীয়তাবাদী জোট নির্বাচনের প্রথম ধাপে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তিনি নিজের পক্ষে প্রায় ৫০ শতাংশ ভোট পান৷ তুরস্কে প্রেসিডেন্ট পদে অাসীন হতে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হয়৷ ফলে নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়িয়েছে৷
উদারপন্থি হিসেবে বিবেচিত সিএইচপি পার্টির প্রধান কিরিচদারোলু পেয়েছেন ৪৪.৯% ভোট৷ টানা ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের বিপক্ষে একজন প্রতিদ্বন্দ্বীর এটাই এখন অবধি সবচেয়ে বড় অর্জন৷
তৃতীয় প্রার্থী সিনান ওগান প্রথম দফায় ৫.১৭% ভোট পেয়েছিলেন৷ এরদোয়ান এবং কিরিচদারোলু দ্বিতীয় দফায় এই সমর্থন নিজেদের দিকে টানতে দেনদরবার করছেন৷
কিরিচদারোলু বুধবার টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা আমাদের দেশকে এমন মানসিকতা নিয়ে পরিত্যক্ত করবো না যা এক কোটি অনিয়মিত অভিবাসীকে আসার সুযোগ করে দিয়েছে৷’’ তিনি এই বলেও সতর্ক করেছেন যে তার দেশে অভিবাসীর সংখ্যা তিন কোটিতে গিয়ে পৌঁছাতে পারে৷
এমন পরিস্থিতি বদলাতে তাই দেশপ্রেমীদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন কিরিচদারোলু৷
তবে, অভিবাসীদের এই সংখ্যার পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি৷ আনুষ্ঠানিক পরিসংখ্যান বলছে, তুরস্ক ৪০ লাখের মতো শরণার্থীকে আশ্রয় দিয়েছে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ৷
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, চলতি বছর ১১ মে অবধি ৫০ হাজার ৬০০ অনিয়মিত অভিবাসীকে আটক করেছে তুরস্ক৷ গতবছর সংখ্যাটি ছিল দুই লাখ ৮৫ হাজার জন৷
কিরিচদারোলুর জাতীয়তবাদের সুর দেয়া ভিডিও বক্তব্য এই ইঙ্গিতই দিচ্ছে যে তিনি তার মধ্যপন্থি অবস্থান থেকে ক্রমশ সরে যাচ্ছেন৷
এটা ওগানের সমর্থকদের নিজের দিকে টানারও চেষ্টা হতে পারে৷ ওগান নির্বাচনী প্রচারণায় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন যার মধ্যে ৩৬ লাখের মতো সিরীয় শরণার্থীও রয়েছেন যারা যুদ্ধের কারণে প্রতিবেশি তুরস্কে আশ্রয় নিয়েছেন৷
প্রথম ধাপে এগিয়ে থাকা এরদোয়ান অবশ্য বলছেন যে শুধু তিনিই তুরস্কে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেন৷ দেশটিতে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এবং মুদ্রাস্ফীতি সীমা ছাড়াচ্ছে৷ গত ফেব্রুয়ারিতে ভূমিকম্পেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক৷
বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে কোনো প্রকার তথ্যপ্রমাণ উপস্থাপন ছাড়াই এরদোয়ান দাবি করেছিলেন যে তার বিরোধীপক্ষকে কুর্দি জঙ্গিরা সমর্থন দিচ্ছেন৷ অনেক ভোটার এই বিষয়টিতে বিভ্রান্ত হয়ে অর্থনৈতিক দুরাবস্থা সত্ত্বেও এরদোয়ানের পক্ষ নিয়েছেন৷
ছয় দলের বিরোধী জোটে না থাকলেও কুর্দি দল ওয়াইএসপি কিরিচদারোলুকে সমর্থন জানানোর বিষয়টিকে এভাবে রাঙিয়েছেন এর্দোয়ান৷
ওয়াইএসপি দলটি সংসদীয় নির্বাচনে একেপি এবং সিএইচির পর তৃতীয় অবস্থানে রয়েছে৷ কোনো কুর্দি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে দলটি সম্পৃক্ত নয় বলে জানিয়েছে৷
এমএকে পোলিং কোম্পানির চেয়ারম্যান মেহমাত আলী কুলাত জানান যে অনেক ভোটার মনে করছে বিরোধী জোটের নীতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নয়৷
‘সরকার ভোটারদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়াতে পেরেছে: ঠিক আছে, আপনি কিছু সম্পদ হারিয়েছেন কিন্তু দেশটাও কি হারাতে চান?,’’ বলেন কুলাত৷
ভিডিও বার্তায় কিরিচদারোলু অভিযোগ করেছেন যে ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নেটওয়ার্ককে সহযোগিতা করছেন৷ এই নেটওয়ার্ককে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷