দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই সৌদি নারী নিহত, বাংলাদেশিকে জরিমানা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সৌদি দুই নারী নিহত হওয়ার ঘটনায় এক বাংলাদেশি ও এক ভারতীয়কে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ ৪ লাখ দিরহাম (১ কোটি ১৫ লাখ টাকার বেশি) জরিমানা করেছে আদালত।

দণ্ডিত বাংলাদেশি ও ভারতীয়র দুজনেরই বয়স ৪৮ বছর। তবে তাদের পরিচয় জানানো হয়নি।

আদালতের নির্দেশনা অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় ব্যক্তিকে ২ হাজার দিরহাম জরিমানা দিতে হবে। তাছাড়া নিহত দুই নারীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৮০ হাজার দিরহাম দেবেন তিনি। আর বাংলাদেশি ব্যক্তিকে পরিশোধ করতে হবে বাকি ৩ লাখ ১৮ হাজার দিরহাম।

Dubai | Futuristic museum opened in Dubai, here are the details dgtl -  Anandabazar

দুবাইয়ের আল বারশা এলাকায় চলতি বছরের জুলাইয়ে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, সাজা পাওয়া ওই বাংলাদেশি ও ভারতীয় সেদিন বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। দুজন আলাদা গাড়িতে ছিলেন। একপর্যায়ে বাংলাদেশির গাড়িতে ধাক্কা দেন ভারতীয় ব্যক্তি। এরপর দুটি গাড়িই তৃতীয় একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। ওই গাড়িতে একটি সৌদি পরিবার ছিল। দুর্ঘটনার পর গাড়িতে থাকা দুই সৌদি নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ওই পরিবারের চার সদস্য।

সূত্র : এনডিটিভি

SHARE THIS ARTICLE