দেশে করোনায় মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকালের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা পাঁচজন বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন আরো ৮ হাজার ৩৫৪ জন।

এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৭ জন। মৃত ৪৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৭ জন মারা যান। এছাড়া বাসায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৭০ জনে।

একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ৮ হাজার ৩৫৪ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

SHARE THIS ARTICLE