নন্দীনী
এ. কে. আজাদ
আজি এই বৈশাখে, আমার মনের বাঁকে,
বইছে ভালবাসার ঢেউ,
চঞ্চল, করে টলমল,
জানলো নাতো কেউ।
নন্দীনী তুমিই বলো-
এ কেমন ভালবাসা?
কখনও আশা; কখনও নিরাশা
কখনও নদী কিংবা পদ্মপাতায় ভাসা।
হে মোর নন্দীনী, কেন হয়েছ বন্দীনী
আমার স্বর্ণালী মনের খাঁচায়?
আজি এই বৈশাখে, আমার মনের বাঁকে,
ফুটে আছে বসন্তের সকল ফুল,
হে মর সখা, আমি তবু যেন একা,
মনে হয় তুমিহীনা জীবন আমার ভুল।