নববর্ষের শুভেচ্ছা
ডাঃ জিন্নুরাইন জায়গিরদার
ভাবছি, নববর্ষের শুভেচ্ছায় কি বলা যায় আজ
বিগত বছরে, লক্ষ মানুষ,
অবেলায় হারিয়েছে জীবনের ভাঁজ
মহামারি এখনো অপরাজিত, নিয়েছে নবতর সাজ
মাথায় নিয়েছে অমিক্রনের তাজ,
কোভিড আজো বিশ্বে করছে স্বরাজ।
তবুও প্রবহমান সময় নিচ্ছে নিয়ত নিঃশ্বাস
বছর বিগত হয়েছে,
দিকে দিকে এসেছে দশম সিম্পফোনির কোলাজ
আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার নিবাস,
ত্রিমাত্রিক মেটার আশ্বাস
নূতন বছর এসেছে গড়তে, নূতন আবাস।
দৃপ্ত আশায় দাঁড়িয়ে স্বপ্নিল আগামী সমাজ
নতুন বছরে এসেছে,
আশায় বুক বেঁধে দাঁড়ানোর অভিলাষ,
মনে ধারেছি স্রষ্টায় বিশ্বাস, সহসাই আসবে, কোভিডের মৃত্যুর নিঃশ্বাস,
মুছে দিয়ে যাবে সকল দুঃখ বেদনা বিস্বাদ,
সভ্যতা ফিরে পাবে সুখের আস্বাদ।
আসুন সকলে মিলে, নূতন বছরে
প্রার্থনায় সাজাই সুস্থ, বর্ধনশীল, মূল্যবোধের সমাজ