আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিশ্বের সর্ব কনিষ্ট ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের পার্টিতে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পার্টিতে নাচের ভিডিও ভাইরালের পর সমালোচনায় পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। বিরোধী দলীয় নেতারা তার মাদক টেস্ট করার আহ্বান জানান। এরপর তিনি মাদক টেস্ট করিয়েছেন।
তবে নাচের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন সানা মারিন। তিনি জানিয়েছেন ব্যক্তিগত মুহূর্তের ওই ভিডিও জনসম্মুখে প্রকাশ করাটা মোটেও উচিত হয়নি।
শুক্রবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, তিনি মাদক পরীক্ষা করিয়েছেন।
মাদক গ্রহণের তথ্য অস্বীকার করে সানা মারিন বলেন, পরীক্ষার ফল আগামী সপ্তাহে মিলবে। তিনি অবৈধ কিছু করেননি বলেও মন্তব্য করেন।
বৃহস্পতিবার পার্টিতে অংশ নেওয়া নাচগান করার একটি ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাকে স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানোর আহ্বান জানান বিরোধীরা।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ফিনল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী সানা মারিন (৩৬) পাঁচজনের সঙ্গে নাচছেন। আরেকটি ভিডিওতে তাকে ক্যামেরার দিকে তাকিয়ে গান গাইতে দেখা গেছে। মারিন বিরোধীরা তার এই আচরণকে প্রধানমন্ত্রী হিসেবে অশোভন বলে সমালোচনা করেছেন। বিরোধী দলের সংসদ সদস্য মিকো কর্না মারিনের ড্রাগ টেস্ট করানো উচিত বলে টুইটারে জানিয়েছেন।
তবে প্রধানমন্ত্রী মারিন ফিনল্যান্ডের কুওপিওতে সাংবাদিকদের বলেন, ওই ভিডিও ব্যক্তিগত। ব্যক্তিগত এক পার্টিতেই ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওটি জনসম্মুখে আসাটা আমার মোটেও ভালো লাগেনি।
তিনি আরও বলেন, আমি আমার বন্ধুদের সঙ্গে রাত কাটিয়েছি। আমরা শুধু আনন্দের সঙ্গে পার্টি করেছি। গান গেয়েছি, নেচেছি।