নারীদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মদিনা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নারীর একাকী ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মদিনা মুনাওয়ারা। সৌদি আরবের পবিত্র এই শহর নারীর একাকী ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ শহরগুলোর তালিকার শীর্ষে রয়েছে।

ভ্রমণবিষয়ক ব্রিটিশ কোম্পানি ইনশিউর মাই ট্রিপের সমীক্ষায় নারীর একাকী ভ্রমণে সারা বিশ্বের নিরাপদ শহরের তালিকা প্রকাশ করে। এ সমীক্ষায় ১০/১০ স্কোর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মদিনা। মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই খবর জানা গেছে। সেখানে আরও বলা হয়েছে, নারীর একাকী ভ্রমণের জন্য নিরাপদ শহরের তালিকার শীর্ষ পাঁচ শহরই এশিয়ায় অবস্থিত।

বিশ্বের শীর্ষ নিরাপদ শহরের তালিকা তৈরি করতে ইনশিউর মাই ট্রিপ সাম্প্রতিক সময়ের ডাটা ব্যবহার করেছে। ‘রাতে একাকী হাঁটার সময় নিরাপদ বোধ করা’ ও ‘আক্রমণের অনুপস্থিতি’সহ এ ধরনের বিভিন্ন সমীক্ষার ভিত্তিতে নিরাপদ শহরের তালিকা তৈরি করা হয়েছে।

An honor and duty:' Meet the female Saudi officers guarding the Prophet's  Mosque in Madinah|Arab News Japan

ইনশিউর মাই ট্রিপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজান ম্যারো বলেন, ‘ভ্রমণের সময় সবাই নিরাপদ থাকবে, এটাই কাম্য। এই প্ল্যাটফর্মে আমরা ভ্রমণের সব দুশ্চিন্তা দূর করার চেষ্টা করি। আমরা চাই, সবার ভ্রমণ আনন্দদায়ক হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এ গবেষণা নারীদের সঙ্গীসহ কিংবা একাকী ভ্রমণে আরও বেশি সহায়তা হবে।’

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। এরপরই তৃতীয় স্থানে আছে আরব আমিরাতের দুবাই শহর। এদিকে দুবাইয়ের অধিকাংশ গণপরিবহনে নারীর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ‘শুধুমাত্র নারীদের জন্য’ সুবিধা দেওয়া হয়। এছাড়াও নিরাপদ শহরের এ তালিকার চতুর্থ স্থানে জাপানের কয়োটো শহর। এরপর পঞ্চম স্থানে আছে চীনের ম্যাকাও শহর।

অন্যদিকে নারীর একাকী ভ্রমণের জন্য উচ্চ অপরাধের হারে সবচেয়ে অনিরাপদ শহরের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এরপর স্কোরে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর। এরপর স্কোরে ভারতের দিল্লি শহর। এরপর স্কোরে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এরপরেই তালিকার পঞ্চম স্থানে আছে বিশ্বের অন্যতম পর্যটন শহর ফ্রান্সের প্যারিস।

SHARE THIS ARTICLE