নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী গুরুতর আহত

মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ: মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে দুটি গাড়িচাপার ঘটনায় দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। এদের মধ্য একজন হলে শাওন। অপরজন হলেন ফাতেমা কামাল।

গত রবিবার মধ্যরাতে বয়সে তরুণ শাওন বাইকে ফুড ডেলিভারি দিতে গিয়ে গাড়িচাপায় গুরুতর আহত হন। এর পরদিন সোমবার দুপুরের দিকে ফাতেমা কামাল রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়েন।

নিউইয়র্কের ফোরটিন্থ এভিনিউ এবং থার্টি নাইন্থ স্ট্রিটের সংযোগস্থলে রাস্তার পার হতে থাকা শাওনের বাইককে আঘাত করে ভিন্নমুখী দুই দিক থেকে দ্রুতগতিতে আসা একটি জিপ। বাইকে হিঁচড়ে কিছু দূর নিয়ে যায় জিপটা। গুরুতর আঘাত পাওয়া শাওনকে হাসপাতালে নেয়ার পর অস্ত্রোপচার করা হয়েছে। তার সংজ্ঞা এখনও ফেরেনি। ৪৮ ঘণ্টা পর তার শারীরিক অবস্থার সর্বশেষ জানাবে চিকিৎসকরা। শাওন মাত্র কয়েক মাস পূর্বে যুক্তরাষ্ট্রে পড়তে আসেন বলে জানিয়েছেন তার এক আত্মীয়। তার বাড়ি কুমিল্লায়।

এদিকে সোমবার দুপুর দিকে সবার পরিচিত স্থান লিটল বাংলাদেশ (চার্চ-ম্যাকডোনাল্ড এভিনিউ) এলাকায় ফাতেমা কামাল নামে এক বাংলাদেশি নারী রাস্তা পার হচ্ছিলেন । সেই সময় ট্রাকচাপায় তিনি গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হন। হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচার শেষে উনার জ্ঞান ফিরেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আরো কয়েকদফা অস্ত্রোপচার করতে হবে তার। ফাতেমা কামালও বাংলাদেশী এবং ব্রুকলিনের বাসিন্দা। বাংলাদেশে জন্ম সন্দ্বীপে।

SHARE THIS ARTICLE