নিউইয়র্কের রেলস্টেশনে গোলাগুলি, আহত ১৬

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ নিউইয়র্কের ব্রুকলিনের একটি পাতাল রেল স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ব্রুকলিন শহরের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানায়, সানসেট পার্কের ৩৬ নাম্বার স্ট্রিট স্টেশনে ধোঁয়ার খবর পেয়ে তারা যান। ওইখানে যেয়ে তারা একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। এবং ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক উদ্ধার করা হয়।

নিউইয়র্কে পাতাল রেল স্টেশনে গোলাগুলি, বহু আহত - প্রবাস জার্নাল | Probash  Journal

ব্রুকলিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৬ জন ব্যক্তিকে আহত অবস্থায় তারা উদ্ধার করেছেন। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

স্টেশনটিতে ট্রেনের আসা-যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সন্দেহভাজনকে ধরতে অভিযান চালাচ্ছে।

SHARE THIS ARTICLE