
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র নাকি প্রথম নারী মেয়র পেতে যাচ্ছে নিউইয়র্ক সিটি তা আজই নির্ধারিত হবে। যদিও ভোটাভুটির সম্পূর্ণ ফলাফল আসতে হয়ত সপ্তাহের মত লেগে যাওয়ার কথা বলছেন কর্মকর্তাগণ। ভোটকেন্দ্রগুলোতে সন্ধ্যা নয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা এখনো ঐক্যবদ্ধভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি।
নিউইয়র্ক নগরে ডেমোক্রেটিক দলের আসন্ন প্রাইমারি নির্বাচনে এবার ১১ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরের কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলিন থেকে মোট ১১ জন বাংলাদেশি-আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে ১০ জন আর কাউন্টি জজ পদে একজন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচনে মেয়র পদে নয়জন প্রার্থীসহ মোট ৫২৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগাম ভোট, মেইল ভোট এবং ভোটের দিন ভোট এই তিন পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ১২ জুন থেকে শুরু হয়ে আগাম ভোট প্রদান ২০ জুন শেষ হয়েছে। মেইল ভোট চলবে জুন মাসজুড়ে। আজ (ভোটের দিন ২২ জুন মঙ্গলবার) কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ চলছে সকাল ছয়টা থেকে চলবে রাত নয়টা পর্যন্ত।
নিউইয়র্ক সিটির পাঁচ বরোর ৫১টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে বাংলাদেশি প্রার্থী হিসেবে ব্রঙ্কস বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-১৮ থেকে মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশীদ, কুইন্স বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ থেকে মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন ও সাইফুর খান, কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৬ থেকে বদরুন খান ও সুলতান মারুফ, ব্রুকলিন বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩২ থেকে শেখ হেলাল, কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৭ থেকে মিসবা আবদীন এবং কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে শাহানা হানিফ ও মামনুন হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুইন্স কাউন্টি জজ পদে অ্যাটর্নি সোমা সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিচারিক পদে সোমা সাঈদই প্রথমবারের মতো একজন বাংলাদেশি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
প্রার্থীদের মধ্যে ইতিপূর্বে বিভিন্ন পদে মির্জা মামুন রশীদ, মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন, বদরুন খান ও হেলাল শেখের আগে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। এঁদের মধ্যে বদরুন খান ছাড়া অন্য সবাই সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। মিতা ইউএস কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আর সোমা সাঈদ গত নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর এবার কাউন্টি জজ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহাম্মদ এন মজুমদার, সাইফুর খান, মিসবা আবদীন, শাহানা হানিফ ও মামনুন হকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নতুন।
নিউইয়র্ক সিটির চূড়ান্ত ভোট গ্রহণ হবে চলতি বছরের ২ নভেম্বর, মঙ্গলবার। ২২ জুনের প্রাইমারি নির্বাচনে বিজয়ী প্রার্থী নিজ নিজ দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার টিকেট পাবেন