নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে নিখোঁজ ৬ হাজার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নিউজিল্যান্ডে গত সপ্তাহে (১২ ফেব্রুয়ারি) শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে এখনো ৬ হাজারের বেশি মানুষের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।

লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তর এবং পূর্ব উপকূলীয় এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন প্রায় কয়েক লাখ বাসিন্দা। বাস্তুচ্যুত হয়েছেন মানুষ, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় সোয়া কোটি মানুষ। এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এ ঘূর্ণিঝড়কে শতাব্দির সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী হিপকিন্স বলেন, গ্যাব্রিয়েল আঘাতের সাতদিন পার হলেও এখনো ৬ হাজার ৪৩১ জন নিখোঁজ আছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেক অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে, কোথাও কোথাও সুপেয় পানীয় অভাব দেখা দিয়েছে। এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় সহায়তা পাঠানো যাচ্ছে না।

তিনি আরও জানিয়েছেন, পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ফসল নস্ট হয়ে গেছে এবং এখনো ২৮ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসযজ্ঞ এবং ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার হচ্ছে।’

নিখোঁজদের উদ্ধারে এবং ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পাঠাতে ফিজি ও অন্যান্য দেশ থেকে উদ্ধারকারী দল আসবে বলেও জানিয়েছেন ক্রিস হিপকিন্স।

জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, যেসব জায়গায় সড়ক পথে যাওয়া যাচ্ছে না সেখানে হেলিকপ্টারের মাধ্যমে সহায়তা পাঠানো হচ্ছে।

এদিকে জানা গেছে, হক বে এবং এর পাশের অঞ্চল তিরাহিতিতে লুটপাট চালাচ্ছে একটি চক্র। এমন খবর প্রকাশের পর সেখানে আরও ১০০ পুলিশ সদস্যকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ঝড়ে ক্ষতির মাত্রা এতো বেশি যে স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তা সামাল দিয়ে ওঠতে পারছে না। এ ব্যাপারে অস্ট্রলিয়া ও যুক্তরাজ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

SHARE THIS ARTICLE