আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃস্ক্যান্ডিনেভিয়ার (উত্তর ইউরোপের তিনটি দেশ- নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের জন্য দেয়া নাম) দুই আইন প্রণেতাকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করায় মঙ্গলবার তিনি এই ধন্যবাদ জানান।
এ বিষয়ে খ্রিস্টান ডেমোক্র্যাটসের সুইডিশ সংসদ সদস্য ম্যাগনাস জ্যাকবসন টুইটারে লিখেছেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় ছিলাম, এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করায় আমাকে ফোন করে ধন্যবাদ জানান। মধ্যপ্রাচ্য ও বলকানস শান্তি সম্পর্কে আমাদের মধ্যে সুন্দর কথাবার্তা হয় এবং আমি প্রেসিডেন্টের শান্তি প্রক্রিয়াগুলোর প্রতি শুভেচ্ছা জানাই। এদিকে ডানপন্থী অভিবাসনবিরোধী প্রগ্রেস পার্টি নেতা নরওয়ের এমপি ক্রিশ্চিয়ান টাইব্রিং-গিজেডে ইতোমধ্যে এএফপিকে জানান, তিনিও সোমবার ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছেন।
তিনি কথোপকথনের বিস্তারিত প্রকাশে অস্বীকার করে বলেন, ‘মনোনয়নের জন্য আমাকে ধন্যবাদ জানাতেই এই ফোন করা হয়।’
টাইব্রিং-জিজেডে এবং জ্যাকবসন সেপ্টেম্বরের গোড়ার দিকে ঘোষণা করেছিলেন যে, তারা দু’জনেই ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম পাঠাবেন।