পটুয়াখালীতে ১৮ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবি।৫ মরদেহ উদ্ধার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা থেকে গলাচিপা উপজেলা প্রান্তে যাওয়ার  পথে ১৮ যাত্রী  নিয়ে  স্পিডবোটটি ডুবে যায়। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পীডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আগুনমুখা নদী থেকে এসব মৃতদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড।

এ প্রসঙ্গে রাঙ্গাবালী থানার ওসি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘পুলিশের সহযোগিতায় ও কোস্টগার্ডের অক্লান্ত পরিশ্রমে আজ সকালে আগুনমুখা নদী থেকে নিখোঁজ ওই পাঁচ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো রাঙ্গাবালী থানায় রাখা হয়েছে। তাদের স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আগুনমুখা নদীতে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে চালকসহ ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ হন।

নিখোঁজ হওয়া পাঁচজন ছিলেন- পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), কৃষি ব্যাংক পরিদর্শক মোস্তাফিজ (৩৫), এনজিও কর্মী কবির হোসেন (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)।

SHARE THIS ARTICLE