পশ্চিমা রাষ্ট্রদূতদের ইতিবাচক প্রতিশ্রুতির পর বহিষ্কারের সিদ্ধান্ত পরিবর্তন করলেন তুরস্কের প্রেসিডেন্ট

Opinion: Turkey′s Erdogan has reached the event horizon | Opinion | DW |  15.07.2021

আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোয়ান তার পূর্ব ঘোষিত ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। গত শনিবার কারাবন্দী নেতা উসমান কাভালার মুক্তি দাবি করায় এই ১০ রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি।

দেশগুলো ছিল যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। সোমবার দূতাবাসগুলোর পক্ষ থেকে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার কূটনৈতিক আচার ও নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর ওই সিদ্ধান্ত থেকে সরে এসে প্রেসিডেন্ট এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্রদূতরা তুরস্কের সার্বভৌম অধিকার সম্পর্কে আরও সতর্ক হবেন বলে তার প্রত্যাশা।

টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় এরদোয়ান বলেন, দূতাবাসগুলোর পক্ষ থেকে নতুন একটি বিবৃতিতে আমাদের দেশ ও জাতির বিরুদ্ধে এমন অপবাদ দেওয়া থেকে পিছিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সংকট সৃষ্টি করা কখনোই আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের অধিকার, আইন, সুনাম ও সার্বভৌমত্ব রক্ষা করা। 

এর আগে গত ১৮ই অক্টোবর এক যৌথ বিবৃতিতে সুশীল সমাজের কারাবন্দি নেতা ওসমান কাভালার মুক্তি নিশ্চিত করতে তুরস্কের প্রতি আহ্বান জানান আঙ্কারায় নিযুক্ত ঐ ১০ টি দেশের রাষ্ট্রদূত। বিক্ষোভে অর্থায়ন ও একটি অভ্যুত্থান প্রচেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে চার বছর আগে আটক হন কাভালা। 

Parisian-born Turkish philanthropist Osman Kavala speaking during an event in Istanbul. Photograph: Anadolu Culture Center/AFP via Getty Images

রাষ্ট্রদূতদের এমন বিবৃতির পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারাধীন মামলায় রাষ্ট্রদূতরা কোনো সুপারিশ দেবেন, এটা মেনে নেওয়া যায় না আর তুরস্কের প্রেসিডেন্ট তাদেরকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন।

সূত্র : রয়টার্স, আল-জাজিরা

SHARE THIS ARTICLE