প্রকৃতিকে আহবান

“প্রকৃতিকে আহবান “
রহমান ফাহমিদা

বৃষ্টি তুমি ধুয়ে মুছে দাওপৃথিবীর
সমস্ত পন্কিলতাকে।

সূর্য তুমি তোমার আলোয় ধ্বংস করে দাও
মানুষের অহমিকাকে।

চাঁদ তুমি তোমার স্নিগ্ধ আলোয় আলোকিত কর
মানুষের সততাকে।

ভোরের শিশির তুমি একটু হলেও মানবতার মনে
ধারণ কর বিশ্বাসটাকে।

ঝড় তুমি ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে যাও
মিথ্যা আর ভন্ডামীকে।

পাহাড় তুমি প্রতিধ্বনিতে বুঝিয়ে দাও মানবতার
দুঃখ কষ্টগুলোকে।

সাগর তুমি বুকে ধারণ কর মানুষের
সকল ভালোবাসাকে।

সকলে মিলে পবিত্র সুন্দর করে দাও মানুষের
কলুষিত এই পৃথিবীটাকে।

১৪/০৫/১৬ইং।

SHARE THIS ARTICLE