প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি সহজ হলো আফ্রিকার ৭ দেশে

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আফ্রিকার ৭ দেশের ভিসা প্রাপ্তি প্রবাসী বাংলাদেশিদের জন্য সহজতর করা হয়েছে। আড়াই বছরের বেশি সময় ধরে ভিসা জটিলতার অবসান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, নামিবিয়া, বোতসোয়ানা, ইসওয়াতিনি ও লেসোথোর নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশি এবং তাদের বিদেশি স্বামী-স্ত্রী, সন্তানরা এখন থেকে এনভিআর বা নো রিকোয়ার্ড ভিসা সুবিধা পাবেন।

১৫ বছরের কম এবং ৬০ বছরের বেশি বয়সীরা এনভিআর ইস্যুর ক্ষেত্রে পুলিশি প্রতিবেদন ছাড়াই ভিসা পাবেন। এছাড়া যাদের আগে একবার এনভিআর ইস্যু করা হয়েছে এবং যাদের মা-বাবা উভয়েই বাংলাদেশি বংশোদ্ভূত তাদের ১৮ বছরের নিচের সন্তানদের এনভিআরের জন্য পুলিশ প্রতিবেদনের প্রয়োজন হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

SHARE THIS ARTICLE