ফিলিস্তিন স্বাধীন চাইলেও ইসরাইলকে সমর্থন জানিয়েছেন বাইডেন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইসরাইলের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র হচ্ছে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে ‘উত্তম পথ’। জাতিসংঘে দাঁড়িয়ে বাইডেন এসব কথা বলেন। আরব নিউজের।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ‘আমরা অবশ্যই মধ্য প্রাচ্যের সকল জনগোষ্ঠীর জন্য বৃহত্তর শান্তি ও নিরাপদ ভবিষ্যত চাই। ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি হচ্ছে প্র্রশ্নাতীত এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের জন্য আমাদের সমর্থন দ্ব্যর্থহীন।’

তিনি বলেন, ‘ তবে আমি বরাবরই বিশ্বাস করি যে একটি অর্থবহ, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাসে একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধান হচ্ছে উত্তম পন্থা।’

বাইডেন বলেন, ‘এই মুহূর্তে এ লক্ষ্য থেকে আমরা অনেক দূরে থাকলেও এ ব্যাপারে আমাদের নিজেদের অগ্রগতির সম্ভাবনার হাল ছেড়ে দেয়া উচিত হবে না।’

এর আগে মহাসচিব হিসেবে দ্বিতীয় পাঁচ বছরের মেয়াদ শুরু করা অ্যান্টোনিও গুতেরেস, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধানের বিপদ সম্পর্কে সতর্ক করেন।

গুতেরেস বলেন, ‘আমি আশঙ্কা করছি যে আমাদের পৃথিবী অর্থনৈতিক, বাণিজ্য, আর্থিক এবং প্রযুক্তিগত বিধিগুলির দুটি পৃথক সেট, কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি এবং শেষ পর্যন্ত দুটি ভিন্ন সামরিক এবং ভূ -রাজনৈতিক কৌশলগুলির দিকে এগিয়ে যাচ্ছে। এটি শীতল যুদ্ধের চেয়ে অনেক কম অনুমানযোগ্য হবে।’

SHARE THIS ARTICLE