আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ ২২শে অক্টোবর শুক্রবার ফেইসবুক সম্পর্কে নূতন তথ্য প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির একজন প্রাক্তন কর্মচারী। তিনি জানিয়েছেন যে, ফেইসবুক জেনে-শুনে তার বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য এবং অবৈধ কার্যকলাপ করেছে। তার ফাঁস করা নথিগুলি দেখাচ্ছে কিভাবে ফেইসবুক আভ্যন্তরীণ ভুল তথ্যের প্রতি তাদের নজর দিতে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে তাদের প্রতিনিধির সাথে আলাপকালে ঐ ব্যাক্তি জানিয়েছেন যে, মার্কিন সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে তিনি তথ্য সহকারে অভিযোগ জমা দিয়েছেন। ফেইসবুকের প্রাক্তন এই কর্মচারী বিস্তারিত জানিয়েছেন কিভাবে ফেইসবুক কর্মকর্তারা প্রায়ই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্রদের ক্ষুব্ধ হওয়ার বা কোম্পানির বিপুল মুনাফাকে ক্ষতিগ্রস্থ করার ভয়ে নিরাপত্তার নিয়ম প্রয়োগ করতে অস্বীকার করে। একটি কথিত ঘটনায়, ফেসবুকের যোগাযোগ কর্মকর্তা টাকার বাউন্ডস, ২০১৬ সালের নির্বাচনী কারসাজিতে ফেইসনুকের ভূমিকা নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। এর আগে ফ্রান্সিস হাউজেন নামের একজন প্রাক্তন ফেইসবুক প্রোডাক্ট ম্যানেজার বলেছিলেন যে ফেইসবুক বারে বারে জননিরাপত্তার চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দিয়েছে। মার্কিন কংগ্রেসে মিসেস হাউজেনের সাম্প্রতিক জবানবন্দি এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে আসন্ন সাক্ষ্য সামাজিক নেটওয়ার্কের জন্য একটি বড় সঙ্কট হিসেবে দেখা দিয়েছে, যার কারণে ফেইসবুক কর্তৃপক্ষ ফেইসবুকের নাম পাল্টে দেবার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা গেছে। নথিগুলিতে প্রদর্শিত হয়েছে যে, ফেইসবুক কর্মীরা বিগত প্রেসিডেন্ট নির্বাচনের আগে এবং পরে বারবার ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জো বাইডেনের বিজয়কে ব্যার্থ করে দেবার যে মিথ্যা চেষ্টা করছিলেন তা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ বারে বারে সমস্যাগুলো মোকাবেলায় পদক্ষেপ নিতে ব্যার্থ হয়েছে, টাইমস জানিয়েছে। ফেইসবুক প্রতিনিধি এসকল অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এদিকে দা ভার্জ গত মঙ্গলবার প্রকাশ করেছিলো যে, ফেইসবুক সহসা তাদের নাম পরিবর্তন করতে যাচ্ছে এবং এব্যাপারে আগামী ২৮শে অক্টোবর ফেইসবুকের সি ই ও মার্ক জুকারবার্গ ঘোষণা দিতে পারেন কিংবা এর আগেও এই ঘোষণা আসতে পারে। ফেইসবুকের নামের পরিবর্তন তাদের ব্যাবসায়িক সাম্রাজ্যকে ক্ষতিগ্রস্থ করতে পারে বলে অনেকেই মনে করছেন।