
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনী জেলার সোনাগাজীতে অনুর্বর ও অনাবাদি জমিতে আরো ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) এবং জাপানি কোম্পানি মারুবেনি করপোরেশন। এরই মধ্যে সেখানে ইজিসিবির আওতায় ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
গতকাল অনলাইনের মাধ্যমে ‘ফেনীর সোনাগাজীতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প’ বাস্তবায়নের জন্য কোম্পানি দুটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সেখানে পর্যায়ক্রমে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্র নির্মাণ করা হবে। সমঝোতায় ইজিসিবির পক্ষে কোম্পানির সচিব কাজী নজরুল ইসলাম এবং মারুবেনির পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিরুকি গুটু স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতু নাওকি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, ইজিসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ ফয়জুল আমিন, ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার সাহা ও মারুবেনির এশিয়া পাওয়ার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাওয়াদা মিত্সুরু সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে। জমিস্বল্পতার জন্য সৌরবিদ্যুৎ ব্যাপক হারে উৎপাদন করা যাচ্ছে না। এমন প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন, যাতে সৌরবিদ্যুৎ উৎপাদনে স্বল্প জমি লাগে।