ফেনীর উত্তর কাশিমপুরে ডঃ মিজানুর রহমান আযহারীর জনসভায় লক্ষ মানুষের জনস্রোত

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর পৌছেছেন বর্তমান সময়ের আলোচিত মুফাসসির ও জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন মাহফিলকে ঘিরে বিকাল ৪টা থেকে মাঠ ও আশপাশের সড়ক লোকে লোকারন্য হয়ে যায়। আয়োজকদের মতে প্রায় দুই লক্ষাধিক মুসল্লি সমবেত হয়েছে। উত্তর কাশিমপুর কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলামের বয়ানের মধ্য দিয়ে মাহফিলের অানুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফেনী আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, পদ্মা টেক্সটাইল মিল মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লার মাওলানা রহমত উল্লাহ, ছাগলনাইয়ার মাওলানা জাকারিয়া, আবদুল আজিজ মাক্কি বয়ান করেছেন। আইনশৃঙ্খলা তদারকি করতে ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন ও ওসি (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ মাহফিলে রয়েছেন।
আয়োজক কমিটির আহবায়ক ও উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সেক্রেটারী কামরুজ্জমান মাসুমের পরিচালনায় সভাপতিত্ব করছেন পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। আমন্ত্রীত অতিথি হিসেবে অংশ নেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, জেলা পরিষদ সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুবুল হক লিটন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মানিক, শর্শদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম, লক্ষীয়ারা ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি ইসমাইল হোসেন খোকন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম।
মাহফিলে বিশেষ ওয়ায়েজ র‌য়ে‌ছেন মাদরাসা শিক্ষা বোর্ডের সদস্য ও গাউছিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইজহারুল হক।
আয়োজকরা জানান, মাহফিল স্থলের আশপাশে ৩টি ডিজিটাল প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে।

SHARE THIS ARTICLE