ফ্রান্সের প্যারিসে ৭ বছর মায়ের মরদেহ আলমারিতে রেখে পেনশনের টাকা তুলতো ছেলে!

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্ক:মায়ের মরদেহ গত ৭ বছর ধরে একটি অ্যাপার্টমেন্টে সংরক্ষণ করে নিয়মিত তার পেনশনের টাকা তুলছিলেন ছেলে। আর সেই টাকা দিয়ে মৃত ওই মহিলার ছেলে আমোদ ফুর্তিতে মেতে থাকতেন। এমন আশ্চার্য ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ফ্রান্সের প্যারিসে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে প্যারিসের পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাসা, তিনি সার্বিয়ান বংশোদ্ভূত। খবর নিউজ উইক এর।

জানা গেছে, ৪৭ বছর বয়সী সাসা নিজেই পুলিশের কাছে গিয়ে মায়ের মরদেহ সংরক্ষণ করে সাত বছর তার পেনশন গ্রহণ করার কথা স্বীকার করেন। তার মায়ের নাম জল্গাকা, ৭৫ বছর বয়সী এই নারী ২০১৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই অ্যাপার্টমেন্টেই মারা যান।

পুলিশ অভিযুক্ত সাসার অ্যাপার্টমেন্টে গিয়ে একটি বাথরুমে তার মায়ের মরদেহ খুঁজে পায়। মরদেহটি মমি করে তারপুলিন দিয়ে মুড়িয়ে একটি স্যুটকেসে রাখা ছিল।

সম্প্রতি অ্যাপার্টমেন্ট মালিক তাকে বাসা ছেড়ে দিতে বলায় বেরিয়ে আসে এই ঘটনা।
সূত্র : নিউজ উইক।

SHARE THIS ARTICLE