আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃপেশাগত অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও প্রক্রিয়া চলছে।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান আজ মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্ত নেন। নগর পুলিশ কমিশনারের স্টাফ অফিসার ও সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল হালিম ওই দুই পুলিশ কর্মকর্তার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম।বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ এপ্রিল রাতে বরিশাল সদর উপজেলার বুখাইনগর গ্রামে রেজাউল করীম নামের এক দলিল লেখককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক বশির আহমেদ।
ঘটনার পর নিহত রেজাউলের স্ত্রী লিজা আক্তারকে আটক করে তাঁর কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ ওঠে তদন্ত কর্মকর্তা বশির আহমেদ ও এএসআই শরীফুলের বিরুদ্ধে। লিজা আক্তারের জবানবন্দি এবং মামলা তদন্ত নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সন্দেহ হলে বিষয়টি অধিকতর তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। গোয়েন্দা পুলিশ ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তিন সিঁধেল চোরকে গ্রেপ্তার করে।বিজ্ঞাপন
পুলিশ জানায়, তিন সিঁধেল চোর গত ২৮ আগস্ট আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, ঘটনার দিন গভীর রাতে রেজাউলের ঘরে সিঁধ কেটে চুরি করতে ঢুকলে রেজাউল জেগে ওঠায় তাঁকে তাঁরা কুপিয়ে হত্যা করেন। এতে হত্যার আসল রহস্য বের হয়ে আসে এবং লিজা আক্তারকে ফাঁসিয়ে দিয়ে তদন্তে গাফিলতির বিষয়টি সামনে আসে।
কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল বলেন, ওই দুই পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে