বাংলাদেশ কমিউনিটি ডাবলিন এর নির্বাচনী প্রস্তুতি সভা রেডকাউ হোটেলে সম্পন্ন

এ,কে, আজাদ, আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ কমিউনিটি ডাবলিন এর নির্বাচনী প্রস্তুতি সভা ২০২২ রেডকাউ হোটেলে সম্পন্ন ।

পবিত্র কো্রআন তিলোয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে জনাব জহিরুল ইসলাম জহির এর সভাপতিত্বে, জনাব সাইদুজ্জামান তুহিন ও জনাব শাহাদাত তপুর উপস্থাপনায় বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুই দুইবার নির্বাচিত অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট সর্বজনাব ডাক্তার জিন্নুরাইন জাগীরদার।

May be an image of 14 people and people standing

সূচনা বক্তব্য দেন জনাব শামসুল হক সাহেব। তিনি সকল বক্তাদের শালীনতাপূর্ণ বক্তব্য দেয়ার আহবান করেন। দল মত নির্বিশেষে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের বিভিন্ন এলাকা হতে বিপুল সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন । উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর ডাবলিনের ব্লান্সেস্টাউনে বাংলাদেশ কমিউনিটি অফ ডাবলিনের ব্যানারে সিলেকশনে কমিটি গঠন ও অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট জনাব ডাক্তার জিন্নুরাইন জাগীরদার সাহেবকে যথাযত সম্মান প্রদর্শন না করার প্রতিবাদে সভা কক্ষ মুখতিত হয়ে উঠে।

No description available.


নির্বাচনী প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জনাব জাকারিয়া প্রধান , জনাব হামিদুল নাসির , মুক্তিযোদ্ধা জনাব সাইদুর রহমান, বিএসএআই এর প্রেসিডেন্ট জনাব চুন্নু মাতবর, জনাব ইকবাল আহমেদ লিটন,জনাব শাহিন মিয়া, জনাব জালাল আহমেদ ভুইয়া, জনাব ডঃ নাসিম আহমেদ, জনাব সিরাজুল ইসলাম, জনাব খান মোঃ সালেহীন, ক্লন্ডাল্কিন মসজিদের খতিব জনাব আবদুল মান্নান, জনাব রফিকুল ইসলাম

জনাব হারুন খান, জনাব মীর মামুন, জনাব মো ইউসুফ, জনাব শিবলী মাহমুদ, জনাব ফারুক রশিদ,জনাব হাজী ভাই, জনাব জাহেদুল ইসলাম, জনাব আরিফুল ইসলাম, জনাব বাচ্চু, খান মোঃ সালেহীন, জনাব আইয়ুব আলী, জনাব কাজী আতিকুর শহিদ সহ আরো অনেকেই। অতিথি বক্তা হিসাবে বক্তব্য দেন নাভান থেকে মোশারফ হোসেন এবং কার্লো থেকে গালিব হক।

No description available.


বক্তারা সবাই নির্বাচনের পক্ষেই তাদের মতামত ব্যাক্ত করেন এবং সদ্য নির্বাচিত অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উপর বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন ( BDAD) এর নির্বাচনের দায়িত্ব অর্পণ করেন। অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট জনাব জিন্নুরাইন জাইগিরদার আবারো সবাইকে ঐক্যের আহবান করেন এবং সকলে মিলেমিশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার কথা ব্যাক্ত করেন।

পরিশেষে নির্বাচনী প্রস্তুতি সভার সভাপতি জনাব জহিরুল ইসলাম জহির সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি নিজেও সকলকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার আহবান করেন। উপস্থিত সকল মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভা শেষে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নবনির্বাচিত সদস্য বৃন্দকে ডাবলিনবাসী্র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

No description available.


বাংলাদেশ কমিউনিটি ডাবলিন এর নির্বাচনী প্রস্তুতি সভা ২০২২ এর অনুষ্ঠানটি লাইভ প্রচার করেন আইরিশ বাংলাপোষ্ট, আইরিশ বাংলা টাইমস, এসবিটিভি।

SHARE THIS ARTICLE