
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল মঙ্গলবার ডাবলিনের ক্লোনডাল্কিন ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের কার্যকরী কমিটির সাধারণ সভা। পবিত্র কুরআন তিলোয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএসএআই এর সভাপতি জনাব চুন্নু মাতবর। জেনারেল সেক্রেটারি জনাব এ,কে, আজাদ এর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন জনাব চুন্নু মাতবর, প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ মোস্তফা, সাবেক সভাপতি জনাব মনিরুল ইসলাম, জনাব নজরুল ইসলাম মানিক, জনাব বদরুজ্জামান মাসুম মাসুম, জনাব গোলাম মোরশেদ কামরুল, জনাব এ এস এম শিহাবুদ্দৌলা বিজয়, শহিদুল ইসলাম রনি, জনাব এ,কে, আজাদ,জনাব ট্রেজারার জনাব আলমগীর হোসেন, জনাব আবদুল জলিল প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে যে সকল বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় তা নিন্মে দেয়া হলো।
১) বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের কার্যকরী কমিটির পরিবার বর্গ, সম্মানিত উপদেষ্টা মন্ডলির পরিবারবর্গ এবং সম্মানিত কাউন্টি কাউন্সিলবৃন্দের পরিবারবর্গদের নিয়ে আগামী ১৫ এপ্রিল লিমেরিকে গালা ডিনারের আয়োজন করা হবে বলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
২) আগামী ১জুলাই লিমেরিকে ফুটবল টূর্ণামেন্ট
৩) আগামী ২৯ জুলাই ডাবলিনে ক্রিকেট টুর্নামেন্ট
৪) আগামী ২৬ আগস্ট কর্কে ব্যাটমিন্টন টুর্নামেন্ট
৫) আগামী ২৮ অক্টোবর দ্বিবার্ষিক সম্মেলন
৬) আগামী ৩১ জুলাই এর মধ্যে বিভিন্ন কাউন্টি কাউন্সিলরের পূর্ণাঙ্গ নামের তালিকা স্বস্বকাউন্টির প্রতিনিধি থেকে পাঠানোর আহ্বান করা হয়েছে। (উল্লেখ্য ৩১ জুলাইয়ের পর বার্ষিক সম্মেলনের আগ পর্যন্ত আর কোন কাউন্টি কাউন্সিলর নেয়া হবে না।