
এ, কে,আজাদ, আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার কর্ক সিটিতে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন ও কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

কমিটির প্রেসিডেন্ট জনাব চুন্নু মতবরের সভাপতিত্বে, জেনারেল সেক্রেটারী জনাব কামাল উদ্দিনের সঞ্চালনায়, জয়েন্ট সেক্রেটারী জনাব এ,কে, আজাদের পবিত্র কোরআন তিলোয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় পাঁচটি পদ রদবদল ও শুন্যপদ পূর্ণ করা হয়। ১)জনাব গোলাম মোরশেদ কামরুলকে সদস্যপদ থেকে লিগ্যাল সেক্রেটারী ২)জনাব আজমল হোসেনকে (লিমেরিক) ওয়েলফেয়ার সেক্রেটারী ৩)জনাব বজলুল আলম হাবিবকে সদস্যপদ থেকে পাবলিকেশন সেক্রেটারী ৪)জনাব শহিদুল ইসলাম রনিকে অফিস সেক্রেটারী বহাল রেখে আই টি সেক্রেটারী ৫)জনাব প্রাক্তান জেনারেল সেক্রেটারীকে অনারারী মেম্বার পদে সর্বোসম্মতিক্রমে রাখা হয়।

সভায় এক বছরের কার্যক্রমের তালিকা প্রকাশ করা হয়।
১) মার্চের প্রথম সাপ্তাহে দাবা ও কেরাম প্রতিযোগীতা
২) এপ্রিল / মে মাসে আয়ারল্যান্ডের বাহিরে অন্য কোন দেশে ক্রিড়া সফর
৩) জুন মাসে শেষে ক্রিকেট অথবা ফুটবল টুর্ণামেন্ট
৪) জুলাই মাসে পিকনিক
৫) আগষ্ট মাসে ক্রিকেট অথবা ফুটবল টুর্ণামেন্ট
৬) অক্টোবর মাসে ব্যাট্মিন্টন প্রতিযোগীতা
৭) জানুয়ারী মাসে (২৫) বার্ষিক গালা ডিনার

সকল কার্যনির্বাহী সদস্যকে বার্ষিক চাঁদা ৫০ ইউরো ও সম্মানিত উপদেষ্টাগণদের ১০০ইউরো ধার্য করে দেয়া হয়। সকল কার্যনির্বাহী সদস্যগনকে নিজ নিজ দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

২০২৪-২০২৫ এই দুই বছরের জন্য যারা নির্বাচিত হয়েছেন তা নিন্মে প্রদান করা হলোঃ
প্রেসিডেন্ট – জনাব চুন্নু মাতবর
ভাইস প্রেসিডেন্ট – জনাব শিহাবুদ্দৌলা বিজয়
ভাইস প্রেসিডেন্ট – জনাব মোজাম্মেল হক
ভাইস প্রেসিডেন্ট – জনাব রাব্বি খান
ভাইস প্রেসিডেন্ট – জনাব নজরুল ইসলাম মানিক
জেনারেল সেক্রেটারী- জনাব কামাল হোসেন
জয়েন্ট সেক্রেটারী- জনাব এ,কে,আজাদ
অরগানাইজিং সেক্রেটারী -জনাব আওলাদ হোসেন সোহেল
টেজারার – মোঃ আলমগীর হোসেন
আই টি ও অফিস সেক্রেটারী-শহিদুল ইসলাম রনি
পাবলিকেশন সেক্রেটারী – জনাব বদরুল আলম হাবিব
লিগ্যাল সেক্রেটারী – জনাব গোলাম মোরশেদ কামরুল
ওয়েলফেয়ার সেক্রেটারী- জনাব আজমল হোসেন
মেম্বার- জনাব আবদুল জলিল
মেম্বার- জনাব বদুরুজ্জামান মাসুম
মেম্বার- জনাব ফিরোজ আহমেদ

নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন জনাব আজাদ তালুকদার, জনাব হামিদুল নাসির, জনাব জাকারিয়া প্রধান ও জনাব মোহাম্মদ মোস্তফা । জনাব আজাদ তালুকদার সকল নির্বাচিত সসদস্যদের শপথ বাক্য পাঠ করান।
