বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় বসতে রেজিস্ট্রেশন করেছেন ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। এ বছর শিক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন ও পরীক্ষাকেন্দ্র বেড়েছে ২০টি। প্রশ্ন ফাঁসরোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। দেয়া হয়েছে ২৩ নির্দেশনা।

এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং লেনদেন নজরদারিতে রাখার কথা জানিয়েছে সরকার। আজ বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। এদিন অনুষ্ঠিত হবে কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে এবং শেষ হবে দুপুর ১টায়।

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। ট্রেজারি-থানা হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসার নিয়োগ প্রদান করা হবে। ট্যাগ অফিসার ট্রেজারি, থানা হেফাজত হতে কেন্দ্র সচিবসহ প্রশ্নপত্র বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন।

এসএসসি পরীক্ষা আজ শুরু ॥ কড়া নজরদারি

কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কোনোভাবে পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হবে। সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল থেকে ২৩শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৪শে মে শুরু হয়ে ৩০শে মে শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল হতে ২৫শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৭শে মে শুরু হয়ে ৩রা জুন শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০শে এপ্রিল থেকে ২৩শে মে এবং ব্যবহারিক পরীক্ষা ২৫শে মে শুরু হয়ে ৪ঠা জুন শেষ হবে।

SHARE THIS ARTICLE