বাংলাদেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দেশে জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

বৃহস্পতিবার অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে এ টিকা আমদানি ও ব্যবহারে আইনি কোনো বাধা রইল না।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুতনিক-ভি টিকা ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। দেশে ব্যবহারের জন্য চতুর্থ টিকা হিসেবে ফাইজারকে অনুমোদন দেয়া হলো। 

এর আগে যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে ওয়াশিংটনকে চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠিতে উপহার হিসেবে টিকা চেয়েছে বাংলাদেশ। যদি তা না হয় তবে ওয়াশিংটনের কাছ থেকে টিকা কিনতেও বাংলাদেশ রাজি আছে বলে চিঠিতে জানানো হয়।

SHARE THIS ARTICLE