বাইডেনের বাড়িতে ৪ ঘণ্টা তল্লাশি চালাল এফবিআই

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গোপন নথির খবরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের রেহরোথ এলাকার বাড়িতে টানা চার ঘণ্টা তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ অভিযানে কোন গোপনীয় নথি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাইডেনের আইনজীবী। খবর বিবিসির।

মার্কিন বিচার বিভাগের নির্দেশে স্থানীয় সময় বুধবার প্রায় চার ঘণ্টা এ তল্লাশি চালানো হয়। বাইডেনের ব্যক্তিগত আইনজীবী বব বাউয়ার একটি বিবৃতিতে তল্লাশির কথা জানান।

বব বাউয়ার বিবৃতিতে জানান, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানে সহযোগিতা করেন বাইডেনের আইনজীবীরা।

FBI Doesn't Find Classified Docs at Biden's Beach House – Rolling Stone

বাইডেনের বাড়ি থেকে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা ক্লাসিফায়েড বা গোপনীয় হিসেবে উল্লেখ করা ছিল। তবে বেশ কিছু নথি ও হাতে লেখা নোট, যা বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ে লিখেছিলেন, তা পর্যালোচনার জন্য সংগ্রহ করেছে তদন্তকারীরা।

তল্লাশির বিষয়ে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু নথি পাওয়া গিয়েছিল। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং প্রেসিডেন্ট নির্বাচনের সময় জো বাইডেন যে কাজগুলো করেছিলেন, তার নথি পাওয়া গেছে।

SHARE THIS ARTICLE