বায়ু দূষণের কবলে নিমজ্জিত দিল্লিঃ এক সপ্তাহের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Delhi's air pollution drops by 49% owing to coronavirus-induced lockdown,  India News News | wionews.com


আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লি বিপজ্জনক মাত্রার বায়ু দূষণের কবলে পড়ায় নয়াদিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল স্কুলগুলো এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে, স্কুলগুলি বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে শিশুদের দূষিত বাতাসে শ্বাস নিতে না হয়।

বিশ্বের সবচেয়ে বেশি দূষণের নগরীর মধ্যে অন্যতম দিল্লি। পরিস্থিতি সেখানে অসহনীয় হয়ে উঠেছে। তাই দূষণ বিরোধী লকডাউন বা পলিউশন লকডাউন দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। শহরের বাতাসে বিষাক্ত গ্যাসের এক ভয়ঙ্কর আস্তরণ জমা হয়ে গেছে যার কারণে নাগরিকদের শ্বাসপ্রশ্বাস নেয়া কঠিন হয়ে পড়েছে। এ জন্য এক সপ্তাহের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীতে।

New Delhi wakes up to blanket of toxic smog and worst pollution all year  after defying firework ban | World News | Sky News

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের হিসাব অনুযায়ী গতকাল দিল্লি নগরীতে দূষণের মাত্রা ছিল বাতাসের গূণমান সূচকে (Air Quality Index)  ৫০০ এর মধ্যে ৪৩৭ (৪৩৭/৫০০)। কেজরিওয়াল বলেছেন যে, বিস্তীর্ণ, খোলা জায়গাগুলি থেকে ধুলো কমিয়ে আনার জন্য আগামীকাল থেকে আগামী চার দিনের জন্য কোনও নির্মাণ কাজের অনুমতি থাকবেনা। সরকারী অফিস আদালত বাড়ি থেকে পরিচালনা করতে বলা হয়েছে এবং ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য যতটা সম্ভব বাড়ি থেকে পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

দুই কোটির বেশী জন অধ্যুষিত দিল্লি নগরীতে হাজারো কারখানা থেকে দূষিত গ্যাস, গাড়ির ধোয়া এবং প্রতি বছর শীতকালে কৃষি জমির বর্জ্য পোড়ানো আগুনের ধোঁয়ার বিপজ্জনক নির্গমন নগরীটিকে বিশ্বের অন্যতম দূষিত নগরী হিসেবে পরিগণিত করেছে। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্তেও দিল্লির পাশাপাশি রাজ্যগুলিতে শীতকালে অতিমাত্রায় কৃষি বর্জ্য পোড়ানো অব্যাহত রয়েছে।


সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা আই কিউ এয়ারের (IQ AIR) ২০২০ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্বের ৩০ টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ২২টি ভারতে অবস্থিত এবং দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের রাজধানী। একই বছর, ল্যানসেট প্রকাশ করেছিল যে, ২০১৯ সালে ভারতে বায়ু দূষণের কারণে ১৬ লক্ষ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৭,৫০০ জনের মত মারা গেছেন শুধু দিল্লিতে।

On pollution in Delhi, Supreme Court suggests imposing lockdown for 2 days  | Latest News India - Hindustan Times

এদিকে আই কিউ এয়াররের (IQ AIR) এক প্রতিবেদনে দেখা গেছে যে, বিশ্বের বায়ুদূষণ তালিকায় এই মুহুর্তে সবচেয়ে বেশী বায়ু দুষিত নগরীদের তালিকায় রয়েছে ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর, চীনের চেংডু, ভারতের মুম্বাই এবং কোলকাতা। বায়ু দূষণের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান অষ্টম। 

Dire Glimpses of What Pollution Is Doing in Bangladesh | WIRED

এদিকে আই কি এয়ারের (IQ AIR) হিসাব অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত “দেশ” হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে গড় পি এম (PM) ২.৫ এর ঘনত্ব ২০১৮ সালে ছিল ৯৭.১০ যা ২০২০ সালে কমে হয়েছে ৮৩.৩০। দেশের পরিবেশ দূষণের মূল হচ্ছে বাতাস এবং পানি। বায়ু দূষণে বাংলাদেশের সবচেয়ে বড় উৎস হল এর ইট তৈরির শিল্প, যেটি দশ লক্ষ লোকের কর্মসংস্থান করে এবং প্রতি বছর ২৩০০ কোটি ইট তৈরি করে। ইট তৈরিতে ব্যবহৃত ভাটাগুলি কাঠ বা কয়লা পোড়ায় এবং প্রচুর পরিমাণে ধোঁয়া ও ধূলিকণা তৈরি করে। ইটের বর্ধিত চাহিদার কারণে, ইট তৈরির শিল্প আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে, যা হলে বায়ু দূষণ আরও বাড়বে।

তথ্যসূত্রঃ হিন্দুস্তান টাইমস, এন ডি টি ভি, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ

SHARE THIS ARTICLE