বিএনপির শূন্য আসনগুলোর উপনির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জাতীয় সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগে যেসব আসন শূন্য হয়েছে সেসব আসনে উপনির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। পার্টির একটি সূত্র এ কথা জানিয়েছেন। উপনির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটে নয়, এককভাবে অংশ নেবেন বলেও জানিয়েছেন সূত্রটি।

তবে এ বিষয়টি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু নিশ্চিত করে বলেননি। তিনি জানিয়েছেন, দলীয় ফোরামে আলোচনা করে উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি সব নির্বাচনেই অংশ নিচ্ছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচন ও গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে লড়ছে।’

উল্লেখ, বিএনপি সংসদ সদস্যরা রবিবার সকালে স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেয়ার পর ওইদিনেই তাদের আসনগুলো শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

২২টি আসন নিয়ে একাদশ সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। একাদশ নির্বাচনে এই দলটিকে ২৬টি আসন ছেড়েছিল আওয়ামী লীগ। এর মধ্যে লক্ষ্মীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুলের কাছে হেরে যান জাপার মো. নোমান। বাকি ২৫ আসনের ২১টিতে জয় পান লাঙ্গল প্রতীকের প্রার্থীরা।

বগুড়া-৬, বগুড়া-৭, ব্রাহ্মণবাড়িয়া-২ এবং সিলেট-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের কাছে হেরে যান জাতীয় পার্টির প্রার্থীরা। বরিশাল-৩ আসনে লাঙ্গলের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু মহাজোট সমর্থিত টিপু সুলতানকে হারিয়ে এমপি হন। চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনে আওয়ামী লীগকে এবং ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টিকে হারিয়ে জয়ী হন বিএনপির প্রার্থীরা।

SHARE THIS ARTICLE