বিচারক বিচার বিক্রি করলে প্রসিডিং করতে দ্বিধা করব না: প্রধান বিচারপতি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিচারক যদি বিচার বিক্রি করে তাহলে প্রসিডিং নিশ্চিত করতে আমি একমুহূর্ত দ্বিধা করব না। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ কথা বলেছেন।

শনিবার (২৮ জানুয়ারি) চাপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কম সময় ও কম খরচে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আইনজীবী ও বিচারকদের একমাত্র উদ্দেশ্য। নইলে বছরের পর বছর বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় ঘুরে বেড়াবেন।

এর আগে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোব্দুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম ও আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর।

SHARE THIS ARTICLE