বিন্দু -সরলরেখা
জাফর হোসাইন
একটি সরল রেখা টানব বলে নিজেকে বিন্দু করে
মিশতে চেয়েছিলাম তোমার প্রান্তে তোমাকে আমার
আপন বিন্দু ভেবে , যেথায় সোজা সরল চলার পথে
জ্যামিতিক আকারে সৃষ্ট হবে দুটি বিন্দুর মিলনে
আমাদের সম্পর্কের একান্ত সরলরেখা !
তবে বাঁকা পথে কেন সৃষ্ট হল আজ সম্পর্কের এ বক্ররেখা !
মননের রেখায় আঁকতে চেয়েছিলাম
শুধু একটি সামন্তরিক রেখা
তবে কেন এ সম্পর্কে আজ অসম বক্ররেখা !!
এত বৃত্ত , উপবৃত্ত , অধিবৃত্ত কেন আজ অংকিত
হল আমাদের সম্পর্কের ভূমিতে অংকিতা !
আমার চিত্রকলায় আমি তো একটি রেখায় টানতে
চেয়েছি ,যেখানে প্রকাশিত হবে একান্ত তুমিই অংকিতা
-এ চিত্রই যে আমার আপনার রেখাচিত্র অংকিতা !
আমার একান্ত ক্যানভাসে তবে কেন আজ শুধুই বিন্দুহীন,
রেখাহীন,রংহীন,ঝাপসা বিমূর্ত এক ধূসর ছায়া
তুমি অংকিতা !!!
ভালবাসার সবটুকু রং দিয়ে আমার হৃদয় ক্যানভাসে
তোমাকে মূর্ত করতে চাই অংকিতা ,
শুধু ফিরে আসো আমার চেতনার ক্যানভাসে ,
মিলিত হও আমার কাঙ্খিত কোণে শুধু একটি ‘বিন্দু ‘হয়ে –
অংকিতা চলো তবে ভালবাসার স্কেলে দুটি বিন্দু মিলে হই
একটি সরলরেখা আমার তোমার মনের সমতলে !!