বিবর্ণ বিষাদ কষ্ট

বিবর্ণ বিষাদ কষ্ট


শাহ জালাল আহমদ সেলিম


মানুষ কতো কিছুই তো পুষে তুষ্ট
আমি না হয় ইচ্ছে করে কষ্ট পুষি কষ্ট
নিজেই নিজের কষ্ট সুখ করি নষ্ট
সবুজের বুকে ছোব ছোব কষ্ট আর কষ্ট
লোহিত নয়নের দখলে শান্তি পথভ্রষ্ট।

আমি শুধু শুধু কষ্ট পুষি কষ্ট।

রাতের কষ্ট দিনের কষ্ট
বেলা-অবেলার কষ্ট নির্ঘুম দহনে কষ্ট
শাসন-শোষণে কষ্ট জমে কষ্ট
আমাকে আর কতোটা কষ্টের ভয় দেখাবে?
আমি শুধু শুধু কষ্ট পুষি কষ্ট

লোভ-ক্ষোভ লুটপাট আর দুষণের কষ্ট
বৈষম্যের কষ্ট আলাভোলা কষ্ট
কোমলমতি কিশোর পোড়া শান্তি নষ্ট
নীতিহীন নীতির কষ্ট রিষ্টপুষ্ট দূর্নীতির কষ্ট
অধিকার হারানোর কষ্ট শুধু কষ্ট
নানাবিধ কষ্ট পুষি কষ্ট!
বিবর্ণ বিষাদ কষ্ট পুষি কষ্ট।

SHARE THIS ARTICLE