বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভূত করছেন আল্লামা শাহ আহমদ শফি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি রাত ১টা হতে গুরতর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করছেন। রাতেই তাঁকে হাসপাতালের ডাক্তার চিকিৎসা দিলেও শ্বাস কষ্ট কমেনি।

গত সন্ধ্যা নাগাদ নতুন করে অক্সিজেন এবং রাইসটিউব লাগানো হয়। সারাদিন নিকটাত্মীয়রা হেফাজত আমীরের কার্যালয়ে ভীড় করেছেন। তবে কোন বাহিরের দর্শনার্থীদের তাঁর সাথে দেখা করতে দেওয়া হয়নি।

১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী ও তার পরিবারবর্গ।

SHARE THIS ARTICLE