বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজান আমাদের উদ্বুদ্ধ করে: জিএম কাদের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, করোনার এই মহামারী আক্রান্ত করেছে আমাদের প্রিয় বাংলাদেশকেও। তাই আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এই মুহূর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ। তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের হেফাজত করেন। বৃহস্পতিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমান্বিত মাহে রমজান সমাগত। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বের সব মুমিনের জন্য আমার আন্তরিক অভিনন্দন।এ উপলক্ষে আমি মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সম্বৃদ্ধি ও সংহতি কামনা করছি।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আমাদের জন্য অসীম নেয়ামত। এই মাসেই নিহিত আছে- মহান আল্লাহতায়ালার নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ। পবিত্র রমজানেই আমরা পেতে পারি রহমত, মাগফিরাত ও নাজাতের ফয়সালা। পরম করুণাময়ের ইবাদতে আমরা সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্বের শিক্ষা লাভ করি।
তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে হিংসা, বিদ্বেষ ও অহংকার ভুলে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় মাহে রমজান আমাদের উদ্বুদ্ধ করে। আমি আশা করছি, আমরা সবাই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিফলন ঘটাতে সমর্থ হব।

SHARE THIS ARTICLE