ভারতে স্যানিটাইজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১৪

ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের পুনেতে একটি স্যানিটাইজার তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছে। ওই কারখানার কারখানার ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ ও দমকলকর্মীরা।

সোমবার (৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যার দিকে পুনের ওই রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সন্ধ্যার দিকে পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের স্যানিটাইজার তৈরির প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত ও আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। পুনের ফায়ার সার্ভিস বিভাগের বেশ কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের স্যানিটাইজার তৈরির প্ল্যান্টে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার সময় ওই কারখানার ভেতরে ৩৭ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ২০ জন শ্রমিককে ইতোমধ্যে জীবিত এবং ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, পুণে শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে উরাওয়াড়ে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট-স্থিত এসভিএস অ্যাকোয়া টেকনোলজিস-এর ওই কারখানায় জল পরিশোধনের জন্য ক্লোরিন ডাই-অক্সাইড উৎপাদন করা হতো।

SHARE THIS ARTICLE