আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মিয়ানমারে সেনা নির্যাতনে প্রাণ নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর করছে বাংলাদেশ সরকার। স্থানান্তর প্রক্রিয়ার ১২তম দফায় চট্টগ্রামের উদ্দেশ্যে উখিয়া অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ত্যাগ করেছে আরও ২ হাজার ৯৮২জন রোহিঙ্গা।
বুধবার (৯ মার্চ) দুপুরে উখিয়া অস্থায়ী ট্রানজিট ক্যাম্প হতে ২৭টি বাস যোগে ১ হাজার ৪৬৩জন রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয় দ্বিতীয় পর্যায়ে সন্ধ্যায় ৩৫টি বাস যোগে ১হাজার ৫শ ১৯জন রোহিঙ্গা রওনা হয়।
এ নিয়ে সর্বমোট ১হাজার ৮ পরিবারের ২হাজার ৯শ ৮২জন রোহিঙ্গা ৬২টি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বলে জানা যায়।
এর আগে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা প্রণয়নের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করে প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। সেখান থেকে বাস যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় রোহিঙ্গাদের বহর। রোহিঙ্গাদের বহরের সাথে তাদের মালামাল বোঝাই কাভার্ড ভ্যানও রওনা হয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার গণমাধ্যমকে জানান,এবারে ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১২তম দফায় প্রায় তিন হাজার রোহিঙ্গা যারা স্বেচ্ছায় যেতে ইচ্ছুক তাদের তালিকা করে নিয়ে যাওয়া হচ্ছে।