
সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে: স্পেনের রাজধানী মাদ্রিদে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দীন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি লন্ডন থেকে মাদ্রিদে আসলে চট্রগ্রাম বাসীর পক্ষ থেকে নৈশভোজ ও সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার (৫ ফেব্রুয়ারী) রাত ৯ টায় মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত্ব আবুল কালাম আজাদ বেঙ্গল এর সভাপতিত্বে ও রাজনৈতিক ব্যাক্তিত্ব দুলাল সাফার প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, ছাইফুল আলম লিটন,মামুন আহমদ,লোকমান হাকিম, লালু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মিল্লাত হোসেন। এ সময় আলোচনা ও নৈশভোজের মাধ্যমে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে চট্রগ্রাম বাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন-নরসিংদী জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল আমিন মিয়া, ভালিয়ান্তে বাংলার সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন,ছরওয়ার,বাবুল, সাইফুদ্দিন, রুকন, মোর্শেদ,পারভেজ প্রমুখ। পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রধান অতিথি বলেন আমি অভিভূত আনন্দিত মাদ্রিদের চট্রগ্রাম বাসীর আপ্যায়নে আমি মুগ্ধ এবং তিনি উপস্থিত সবাইকে মানবতার কাজে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।