মার্ক জাকারবার্গের ওপর আজীবনের নিষেধাজ্ঞা দিল রাশিয়া

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা ও অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা জবাবে নতুন করে বেশ কয়েকজন আমেরিকান রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্রেমলিন। খবর আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের তালিকায় আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন প্রশাসন।

নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তাছাড়া আছেন পেন্টাগনের কর্মকর্তারা। তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে তারা কখনো আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

মার্ক জাকারবার্গ ও কমলা হ্যারিস ছাড়াও আরও ২৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

গত ২২ মার্চ ফেসবুক ও ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত। এর এক মাসের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা দিল ক্রেমলিন।

SHARE THIS ARTICLE