মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে নজিরবিহীন গোলযোগ ও সংঘর্ষে একজন নিহত


আইরিশ বাংলাপোষ্ট ডেস্ক: গতকাল বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে বিক্ষোভকারিদের হামলা এবং দখলের মত নজীরিবিহীন ঘটনা ঘটলে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে আইন প্রয়োগকারী  সংস্থার সূত্রে জানা গিয়েছে।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, প্রেসিডেন্ট নির্বাচনের ইলেক্টোরাল কলেজের ভোট গণনা করে ফলাফল ঘোষণার কথা ছিল। কংগ্রেসে আনুষ্ঠানিক এই ভোট গননা জো বাইডেনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণার শেষ পর্যায়ের একটি পদক্ষেপ ছিল।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন পর্য্যন্ত নির্বাচনী ফলাফল মেনে নিতে পারেন নি তিনি ওয়াশিংটনে তার সমর্থকদের একটি সভা ডাকেন। এই সভায় তিনি তার সমর্থকগোষ্ঠীকে ক্যাপিটলের দিকে যাত্রা করার আহবান জানালে হাজার হাজার সমর্থক ক্যাপিটল হিলের দিকে এগিয়ে যায় এবং দখলের চেষ্টা করে। ফলে সেখানে বিশৃঙ্খলা এবং সহিংসতার ঘটনা ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন।

আল-কায়দা নেতা বিন লাদেন নিহত - BBC News বাংলা

বেলা এক ঘটিকায় সদস্যরা যখন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ইলেক্টোরাল ভোট গণনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন এই হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে সকল কংগ্রেস সদস্যকে সরিয়ে নেয়া হয়, ক্যাপিটলকে কার্য্যতঃ বন্ধ করে দেয়া হয় এবং ইলেক্টোরাল কলেজের ভোট গণনা স্থগিত করা হয়। 

এক ডজেনের বেশী রিপাবলিকান সিনেটর এবং শতাধিক জি ও পি সদস্য এই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আজ একটি বিশেষ কমিশন গঠনের দাবী জানাবার কথা ছিল। কিন্তু গোলযোগের কারণে সকল কিছুই ব্যার্থ হয়ে যায়। ভোট গণনা স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তার অভাবে  সদস্যদের এমনকি টেবিলের নীচে লুকিয়ে থাকতে হয়।

Al menos seis heridos leves y 13 detenidos en Portland durante las protestas

এদিকে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মহিলার মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এদিকে অধিকতর গোলযোগের সম্ভাবনা থাকায় আজ সন্ধ্যা ৬ ঘটিকা থেকে ওয়াশিংটন ডিসিতে কারফিউ জারী করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছে পুলিশ। ওয়াশিংটন ডিসিতে যান ও জনসাধারণের চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন কংগ্রেস ভবনসহ সারা শহরে ন্যাশনাল গার্ড মোতায়ন করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য  বিক্ষোভকারীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, ”তোমরা ঘরে ফিরে যাও, তারা আমাদের ভূমিধস বিজয়কে চুরি করে নিয়ে গেছে।

জো বাইডেন জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন,  এরকম ঘটনাকে মার্কিন জনগণের জন্য দুঃখজনক । সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ট্রাম্পের উচিত তার সমর্থকদের শান্ত থাকতে বলা।

SHARE THIS ARTICLE