
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যেসব বিদেশিদের কোনো কাগজপত্র নেই তাদেরকে গ্রেপ্তার করা শুরু করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেমেনি এলাকার শ্রমিক হোস্টেলে অভিযান চালিয়ে ৯৫ বাংলাদেশিসহ প্রায় ৩০০ বিদেশি শ্রমিককে আটক করে পুলিশ।
স্থানীয় সময় শুক্রবার ভোরে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেমেনি এলাকায় শ্রমিক হোস্টেলের ৭টি ব্লকে অভিযান চালিয়ে, অবৈধভাবে বসবাস ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৯৫ বাংলাদেশিসহ ২৯৭ জনকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ।
যদিও দেশটিতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সময়সীমা রয়েছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। অভিযানে আটক হওয়া ৯৫ বাংলাদেশি ছাড়াও ১১২ জন ইন্দোনেশীয়, ৬৬ জন মিয়ানমার, ১৩ জন ভিয়েতনাম এবং ১ জন ঘানার নাগরিক রয়েছেন। আটক হওয়াদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বলে জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক।

মহাপরিচালক অভিবাসন বিভাগ পরিচালক খাইরুল যাইমি বিন দাউদ বলেন, আমরা স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়েছি এই কর্মীরা শ্রম আবাসন আইন ও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঘনবসতিপূর্ণভাবে বসবাস করছেন, যা করোনাকালীন এই মুহূর্তে আমাদের জন্য হুমকিস্বরূপ। বারবার অভিবাসী আটকের ঘটনায় আতঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
তবে এ বিষয়ে কোনো সদুত্তর নেই মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাছে। তারা বলছে, কেবল বাংলাদেশি নয়, সব অবৈধ বিদেশি নাগরিকের জন্যই এ অভিযান পরিচালিত হয়ে থাকে।