মিয়ানমারের সামরিক জান্তাকে অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মিয়ানমারের সামরিক জান্তাকে অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস।

গতকাল কম্বোডিয়ার রাজধানী নমপেনে একটি সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গুতেরেস বলেন, মিয়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি দুঃস্বপ্ন এবং পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমি মিয়ানমার কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি। এসব সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র। হিন্দুস্তান টাইমস

SHARE THIS ARTICLE