মুসলিম শিশুদের সালাম দিয়ে সালাম শেখান

 আহমাদ রাইদঃ নিজে থেকে শিশুদের সালাম দিয়ে শেখাতে হবে সালাম। শিশু হলেও তাকে সালাম দেওয়া ইসলামী শিষ্টাচার এবং তা বিনয়ের নিদর্শন। মহানবী (সা.) চলার পথে ছোট শিশুদের সালাম দিতেন। (বুখারি, হাদিস : ৬২৪৭)।

শিশু যদি সালামের জবাব না দেয়, তাহলে সে গুনাহগার হবে না। কারণ সে ইসলামের ভারপ্রাপ্ত নয়। অবশ্য শিশু বড়কে সালাম দিলে জবাব দেওয়া জরুরি। (ফাতহুল বারি ১১/৩৫)

শিশুদের সালাম দেওয়া মুস্তাহাব। আনাস (রা.) একবার একদল শিশুর পাশ দিয়ে অতিক্রমকালে তাদের সালাম করে বলেন যে নবী করিম (সা.)ও অনুরূপ করতেন। (বুখারি, হাদিস : ৬২৪৭; মুসলিম, হাদিস : ২১৬৮)।

এমনকি শিশু যদি অন্যমনস্ক থাকে, তার মনোযোগ আকর্ষণ করে তিনবার তাঁকে সালাম দেওয়া যাবে। সাধারণভাবেও তিনবার সালাম দেওয়া যায়। রাসুল (সা.) কোনো কোনো  কথা তিনবার বলতেন। আনাস (রা.) বলেন, ‘নবী করিম (সা.) যখন কোনো কথা বলতেন তখন তা বুঝে নেওয়ার জন্য তিনবার বলতেন। আর যখন তিনি কোনো গোত্রের কাছে এসে সালাম দিতেন, তাদের প্রতি তিনবার সালাম দিতেন। ’ (বুখারি, হাদিস : ৯৫)

SHARE THIS ARTICLE