ময়মনসিংহের কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়ার মৃত্যু

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাবুল মিয়া ওই গ্রামের মৌজ আলীর ছেলে।

নান্দাইল সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান মারা গেছেন। বুধবার সকালে তাদের পারিবারিক কবরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান। কোদাল দিয়ে মাটিতে দুই-তিনটি কোপ দিতেই অচেতন হয়ে মাটিতে পড়ে যান বাবুল মিয়া। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদুর রশিদ বলেন, বাবুল মিয়া হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে, কবর খোঁড়ার সময় হঠাৎ স্ট্রোক করে মৃত্যু হয়েছে তার।

SHARE THIS ARTICLE