যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে চলন্ত বিমান থেকে লাফ !!!

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বিমানবন্দরে চলন্ত বিমান থেকে লাফ দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের ওই ঘটনায় লাফ দেয়া ব্যাক্তি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন। এ খবর দিয়েছে ইয়াহু নিউজ।

খবরে বলা হয়, স্কাইওয়েস্টের ইউনাইটেড এক্সপ্রেসের একটি ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা নাগাদ ছেড়ে যাচ্ছিল। এই সময় ওই ব্যক্তি দরজা ভেঙ্গে ককপিটে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আশঙ্কা করা হচ্ছিল, তিনি হয়তো বিমানটি হাইজ্যাক করতে চান। তবে তিনি এরপরই বিমানের জরুরি দরজা খুলে চলন্ত বিমান থেকে লাফ দেন।

কতৃপক্ষ জানিয়েছে, লাফ দেয়ার পর ওই ব্যক্তিকে ট্যাক্সি করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত ততোটা গুরত্বর নয়। এই ঘটনায় বিমানের অন্য কেউ আহত হননি। এফবিআই এই ব্যাপারে তদন্ত করছে। তার উদ্দেশ্য কী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লস এঞ্জেলসে দুদিনের মধ্যে দ্বিতীয় বারের মতো এমন ঘটনা ঘটলো। এর আগে বৃহস্পতিবার এক চালক গাড়ি নিয়ে বিমানবন্দরের বেড়া ভেঙ্গে রানওয়েতে প্রবেশ করলে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় কোন হতাহত নেই। তবে দুটি রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইটে অনাকাঙ্খিত এমন ঘটনা ব্যাপকহারে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার বার এমনটা হয়েছে।

SHARE THIS ARTICLE