
“রাজকুমার”
“সৈয়দা সুলতানা রুমা”
নির্ঘুম রাতে তুমি আমার
ঘুম পাড়ানির সুর,
তোমার অনুরাগে চড়ে
আমি হারাই মনপুর।
সেথায় আমি প্রাসাদ গড়ি
নিত্য বসত তোমার,
সেই রাজ্যের রাজাসনে
তুমি তো রাজকুমার।
অশ্রুভেজা চোখে আমার
তুমি সুখের কাজল,
তোমার মায়ায় অশ্রুবারি
হয় যে মিঠা জল।
মনের আয়নায় দেখি
তোমায় ইচ্ছে যতোবার,
আমার মনের রাজাসনে
তুমি রাজকুমার।
মন আকাশে তুমি আমার
মধ্য রাতের তারা,
নয়ন ভরে দেখি তোমায়
একা নিরালা।
তোমার আলোর বর্ষণে
ভুলি রাতের আধার,
আমার মনের রাজাসনে
তুমি রাজকুমার।
দক্ষিণা বাতাসে তুমি
হাজার ফুলের সুবাস,
জীবন খাতায় স্বপ্ন আমার
তুমি আগামীর আশ্বাস।
তোমার বুকে বসতবাড়ি
অনন্তকাল থাকার,
আমার মনের রাজাসনে
তুমি রাজকুমার।
তুমিই কারণ এই ধরাতে
আমার বেঁচে থাকা,
হাজার সুখের গল্প তুমি
তুমিই হাসির রেখা।
এক জনমে চাই যে তোমায়
আমি বারেবার
আমার মনের রাজাসনে
তুমিই সেই রাজকুমার।